Thank you for trying Sticky AMP!!

গ্রামীণফোনের পর রবি আসছে শেয়ারবাজারে

প্রায় ১১ বছরের বিরতিতে মুঠোফোন অপারেটরদের মধ্য থেকে দ্বিতীয় কোম্পানি হিসেবে রবি আজিয়াটা শেয়ারবাজারে আসার অনুমোদন পেল। আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রবির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে ১৩৬ কোটি টাকা নেওয়া হবে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে। এর আগে ২০০৯ সালে মুঠোফোন অপারেটরদের মধ্যে প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন শেয়ারবাজারে যুক্ত হয়। আর এ খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে শেয়ারবাজারে আসার অনুমোদন পেল রবি।