Thank you for trying Sticky AMP!!

বেক্সিমকোর ক্রেডিট রেটিং ‘এ‘

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। এতে কোম্পানিটির দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্মাণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বেক্সিমকো সুকুক আল ইসতিনা ইস্যুর ফলে আগামী ২০২২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কোম্পানিটির গত ৪ বছরের অর্থাৎ ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্মাণ করা হয়েছে।

গতকাল রোববার শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এম এল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়। কোম্পানিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইসিআরএল। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এ’। স্বল্পমেয়াদি রেটিং হয়েছে ‘এসটি-২’।