Thank you for trying Sticky AMP!!

শেয়ারবাজারে সূচক যত বেশি, ঋণ তত কম

শেয়ারবাজারে সূচক যত কম থাকবে, বিনিয়োগকারীরা শেয়ার কিনতে তত বেশি ঋণ পাবেন। আর সূচক যত বাড়বে, ঋণও তত কমবে। নতুন করে মার্জিন ঋণ নীতিমালায় সংশোধনী এনে এ বিধান করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ সোমবার মার্জিন বা প্রান্তিক ঋণসংক্রান্ত নতুন এ বিধান করা হয়েছে বলে জানান বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

নতুন বিধান অনুযায়ী, সূচক ৪ হাজারের নিচে থাকলে ১০০ টাকার বিপরীতে ১০০ টাকা বা ১: ১ হারে ঋণ পাবেন বিনিয়োগকারীরা। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর নিজের ১০০ টাকা বিনিয়োগ থাকলে তার বিপরীতে ঋণযোগ্য শেয়ারে তিনি আরও ১০০ টাকা পর্যন্ত ঋণসুবিধা পাবেন ঋণদাতা প্রতিষ্ঠান থেকে। একইভাবে সূচক ৪ হাজার ১ পয়েন্ট থেকে ৫ হাজারের মধ্যে থাকলে ঋণ মিলবে ১০০ টাকার বিপরীতে ৭৫ টাকা। সূচক ৫ হাজার ১ পয়েন্ট থেকে ৬ হাজারের মধ্যে থাকলে ঋণ মিলবে ১০০ টাকার বিপরীতে ৫০ টাকা আর সূচক ৬ হাজারের ওপরে গেলে ঋণ মিলবে ১০০ টাকার বিপরীতে ২৫ টাকা।