শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ব্যবসা কমেছে। গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির ব্যবসা কমেছে ৫৩ কোটি টাকা বা ৭ শতাংশের বেশি। আজ রোববার কোম্পানিটি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এ তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–জুন ছয় মাসে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস ৭৬৯ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৮২২ কোটি টাকা। সে হিসাবে এক বছরে কোম্পানিটির বিক্রি ৫৩ কোটি টাকা বা ৭ শতাংশের বেশি কমেছে। হাইডেলবার্গ ম্যাটারিয়ালস মূলত স্ক্যান ও রুবি সিমেন্ট—এ দুটি ব্র্যান্ড নামে বাজারে সিমেন্ট বিক্রি করে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির কর–পরবর্তী মুনাফা হয়েছে ২২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪২ কোটি টাকা। সে হিসাবে এক বছরে এই কোম্পানির মুনাফা ২০ কোটি টাকা বা ৪৮ শতাংশ কমেছে।
এদিকে মুনাফা কমে যাওয়ার খবরে আজ প্রধান শেয়ারবাজার ডিএসইতে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের প্রতিটি শেয়ারের দাম সাত টাকা বা পৌনে ৩ শতাংশ কমেছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের মূল্য কমে হয় ২৪৭ টাকা ২০ পয়সা। এদিন কোম্পানিটির প্রায় ৪০ হাজার শেয়ার হাতবদল হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।