
আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। আজ লেনদেন গতকাল বুধবারের চেয়ে কিছুটা কমেছে। তবে আজ নিয়ে টানা তিন দিন ঢাকার শেয়ারবাজারে লেনদেন ৬০০ কোটি টাকা অতিক্রম করল। আজ লেনদেন হয়েছে ৬৭৯ কোটি টাকার শেয়ারের।
মূল্যহ্রাসের দিক থেকে আজ প্রথম স্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। সূত্র ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মূল্যহ্রাসের দিক থেকে আজ প্রথম স্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ বা ১ দশমিক ৯ টাকা। গতকাল দিন শেষে এর দাম ছিল ২৮ দশমিক ৩ টাকা। আজ দাম কমে হয়েছে ২৬ দশমিক ৪ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৩ শতাংশ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুসারে, মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে গ্লোবাল হেভি কেমিক্যালস। আজ কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৭৯ শতাংশ বা ৮০ পয়সা। আজ দিন শেষে শেয়ারটির দাম হয়েছে ২০ দশমিক ৩ টাকা। গতকাল দিন শেষে দাম ছিল ২১ দশমিক ১ টাকা। ২০২০ সালে কোম্পানিটি ৩ দশমিক ৭৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
মূল্যহ্রাসের দিক থেকে তৃতীয় স্থানে আছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। আজ এই শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ বা ৯ টাকা। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ২৪৩ দশমিক ৩ টাকা। আজ দিন শেষে দাম কমে হয়েছে ২৩৪ দশমিক ৩ টাকা। কোম্পানিটি ২০২৪ ও ২০২৩ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
চতুর্থ স্থানে আছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৫৮ শতাংশ বা ৮০ টাকা। গতকাল দিন শেষে এর দাম ছিল ২২ দশমিক ৩ টাকা। আজ দিন শেষে দাম হয়েছে ২১ দশমিক ৫ টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ ও ২০২২ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পঞ্চম স্থানে থাকা ইন্দো–বাংলা ফার্মাসিউটিক্যালসের দাম কমেছে ৩ দশমিক ৫৪ শতাংশ বা ৫০ পয়সা। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৪ দশমিক ১ টাকা। আজ দিন শেষে এর দাম হয়েছে ১৩ দশমিক ৬ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে শূন্য দশমিক ১ শতাংশ ও ২০২২ সালে ১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।