Thank you for trying Sticky AMP!!

১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

শেয়ারবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা।

চলতি বছর তো বটেই, গত ১০ মাসের মধ্যেই এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৩ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৫৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।

বেশ কয়েক দিন ধরেই শেয়ারবাজারে একটু একটু করে লেনদেন বাড়ছিল। তাতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ—উভয় শ্রেণির নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেন। এ কারণে লেনদেনেও গতি ফিরে আসে। সাত কার্যদিবস ধরে ঢাকার বাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। এ অবস্থায় গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গতকালের লেনদেনে বড় ধরনের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্লক মার্কেটের লেনদেন। এদিন ডিএসইর ব্লক মার্কেটে প্রায় ১১৪ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৬ শতাংশ। লেনদেনের পাশাপাশি সূচকেরও বড় উত্থান হয়েছে ডিএসইতে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে।