আছে অফলাইন আয়োজনও

শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘অনলাইন রেফ্রিজারেটর মেলা’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেড়ে যায় রেফ্রিজারেটর কেনার চাহিদা। কিন্তু বাজারে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম ঘুরে যাচাই-বাছাই করে রেফ্রিজারেটর কেনার সময় ও সুযোগ হয়ে ওঠে না অনেকের। তাই দেশের শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের রেফ্রিজারেটর একসঙ্গে দেখে পছন্দ করার সুযোগ এসেছে আবারও।

‘মানসম্পন্ন রেফ্রিজারেটর, সতেজ খাবার; ঝামেলাহীন প্রতিদিন, সুস্থ থাকুক পরিবার’ স্লোগানে আজ বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অনলাইন রেফ্রিজারেটর মেলা।

চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। এবারের মেলায় ব্যাংক পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং পাওয়ার্ড বাই এমইপি গ্রুপ।
এবারের আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, ইলেক্ট্রোমার্ট লিমিটেড (কনকা), সিঙ্গার-বেকো, র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (সনি-র‍্যাংগস), ট্রান্সকম ডিজিটাল, স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড।
সাত দিনব্যাপী এবারের অনলাইন মেলায় রেফ্রিজারেটর প্রদর্শনের পাশাপাশি থাকবে বিশেষ ছাড় ও অফারে রেফ্রিজারেটর কেনার সুযোগ। এ ছাড়া বাংলাদেশে রেফ্রিজারেটরের বাজার, দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের বৈশিষ্ট্য, দরদাম, চলতি অফার, নির্দিষ্ট ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিয়ে জনপ্রিয় তারকাদের রিভিউ ভিডিওসহ নানা আয়োজন থাকবে।

২১ মে থেকে শুরু হওয়া অনলাইন রেফ্রিজারেটর মেলা চলবে ২৭ মে ২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে refrigeratormela.pro ওয়েবসাইটে।

তিন দিনব্যাপী অফলাইন আয়োজন

অনলাইনের পাশাপাশি দ্বিতীয়বারের মতো অফলাইনেও আয়োজন করা হয়েছে রেফ্রিজারেটর মেলা। আগামীকাল বৃহস্পতি থেকে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী রেফ্রিজারেটর মেলা। চলবে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এ আয়োজনে থাকবে দেশি-বিদেশি সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডগুলোর স্টল, জনপ্রিয় তারকাদের উপস্থিতি, একাডেমিশিয়ান ও ইন্ডাস্ট্রি-এক্সপার্টদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রি ও ক্যারিয়ার গাইডলাইন সেশন, স্ট্যান্ডআপ কমেডি, বিশেষ ক্রোড়পত্র ইত্যাদি। থাকছে র‍্যাফেল ড্রতে মেগা পুরস্কার ফ্রিজ, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ছয়টার উপস্থিত দর্শনার্থীদের উপস্থিতিতে হবে ‘ইনস্ট্যান্ট র‍্যাফেল ড্র’। বিজয়ীরা পাবেন বিশেষ পুরস্কার।