Thank you for trying Sticky AMP!!

করোনা-আতঙ্কে কর্মীদের সব ভ্রমণ বাতিল নেসলের

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৫ মার্চ পর্যন্ত সব ব্যবসায়িক ভ্রমণ স্থগিত করেছে সুইস ফুড জায়ান্ট নেসলে। গত মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটির এক মুখপাত্র বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের সমস্ত কর্মীকে ১৫ মার্চ পর্যন্ত ব্যবসায়ের উদ্দেশ্যে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এই পদক্ষেপ পর্যালোচনা করা হবে।’

ওই মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

বিশ্বব্যাপী নেসলের প্রায় ২ লাখ ৯১ হাজার কর্মী। বিভিন্ন শিশুখাদ্যসহ বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয় নেসক্যাফে, ম্যাগি নুডলসের মতো ব্র্যান্ডগুলোর মালিক নেসলে।