Thank you for trying Sticky AMP!!

বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪ পদে চাকরি

ছবিটি প্রতীকী

অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রশিক্ষণ কেন্দ্রে দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে চার পদে লোক নেওয়া হবে। কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

  • পদের নাম: অতিথি প্রশিক্ষক (আইটি সাপোর্ট সার্ভিস, সুইং মেশিন অপারেশন ও অটো ক্যাড টু-ডি ও থ্রি-ডি)।

    পদসংখ্যা: প্রতি বিভাগে একজন করে
    যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা শিল্পকারখানায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন: প্রতি কার্যদিবসে বেতন ১ হাজার ২০০ টাকা, মাসে ২৩ দিন কার্যদিবস হলে মোট বেতন ২৭ হাজার ৬০০ টাকা। ১০ শতাংশ উৎসে কর কাটা হবে।

প্রতীকী ছবি
  • পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার
    যোগ্যতা: স্নাতকোত্তর পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন: প্রতি কার্যদিবসে ১ হাজার ৫০০ টাকা, মাসে ২৩ দিন কার্যদিবস হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎসে কর কাটা হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও মুঠোফোন নম্বর লিখতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিঅ্যান্ডবি রোড, বরিশাল।

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২১।