Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪১তম বিসিএস: সাধারণ ও কারিগরির প্রার্থীদের মৌখিকের তারিখ প্রকাশ

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারে উত্তীর্ণ ৫ হাজার ৮১৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ও কারিগরি/ পেশাগত উভয় ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৫ মার্চ শুরু। রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে আগামী ১৬ মে পর্যন্ত।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই (http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/ff1c46b2_7ccc_415c_9ac1_010302ef3a9a/BCS.pdf) লিংকে।