পরিবেশ অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

পরিবেশ অধিদপ্তরের পাঁচটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো—নমুনা সংগ্রহকারী, স্টোর কিপার, গবেষণাগার সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।

এসব পদের লিখিত পরীক্ষা ২০ নভেম্বর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানী ঢাকার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আসনবিন্যাসসহ বিস্তারিত তথ্য টেলিটকের মাধ্যমে এসএমএস ও পরিবেশ অধিদপ্তরের (http://www.doe.gov.bd) ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।

এ পাঁচটি পদের প্রিলিমিনারি পরীক্ষা গত বছরের ৬ মার্চ অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।