Thank you for trying Sticky AMP!!

৫৪৩০৪ শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি সাত দিনের জন্য স্থগিত

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আদালতের আদেশ অনুসারে সাত দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ এনটিআরসিএর দেওয়া তৃতীয় গণবিজ্ঞপ্তির কার্যক্রম এই সময় পর্যন্ত স্থগিত থাকবে বলা হয়েছে।

নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে করা আদালত অবমাননার পৃথক আবেদনের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তী আদেশের জন্য ১৮ মে দিন রাখা হয়েছে।

নিয়োগপ্রত্যাশী আবেদনকারী শিক্ষকদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান, জাফর সাদেক, মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মহিউদ্দিন মো. হানিফ। এনটিআরসিএর পক্ষে ছিলেন আইনজীবী এস কে এম আনিছুর রহমান খান।

এর আগে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে সাত দফা নির্দেশনা দিয়েছেন বলে জানান সনদধারী ও আদালত অবমাননার আবেদনকারী ৫৫৭ জনের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাত দফার মধ্যে পঞ্চম দফা ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের শূন্যপদে নিয়োগের জন্য সুপারিশ করবে এনটিআরসিএ। দীর্ঘ সময় পেরোলেও রায়ের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা পৃথক ২০টি আদালত অবমাননার আবেদন করেন। শুনানি নিয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৫০১।’

পৃথক তিনটি আবেদনে চার শ নিয়োগপ্রত্যাশী শিক্ষকের আইনজীবী মহিউদ্দিন মো. হানিফ প্রথম আলোকে বলেন, ‘রুলের পর আবেদনকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৮ মার্চ হাইকোর্ট পঞ্চম দফা বাস্তবায়নে এনটিআরসিকে ১৫ দিন সময় বেঁধে দেন। এরপরও আদেশ বাস্তবায়ন না করে এনটিআরসি ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিষয়টি আবেদনের মাধ্যমে আদালতে তুলে ধরা হয়।

এরপর আদালত অবমাননার আবেদনগুলো শুনানির জন্য কার্যতালিকায় ওঠে। এর শুনানিতে হাইকোর্ট সদনধারীদের মধ্যে অবমাননার আবেদনকারীদের সাত দিনের মধ্যে নিয়োগের জন্য সুপারিশ করতে এনটিআরসিকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ৩০ মার্চ প্রকাশিত ওই গণবিজ্ঞপ্তি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।’
এনটিআরসিএর আইনজীবী এস কে এম আনিছুর রহমান খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট গণবিজ্ঞপ্তির কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Also Read: ৫৪ হাজার শিক্ষকে আবেদন ৯০ লাখ, এনটিআরসিএ পেল ৯০ কোটি