সকাল থেকে মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ত থাকে
সকাল থেকে মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ত  থাকে

নতুন ও অভিজ্ঞদের চাকরির সুযোগ নিয়ে তথ্যপ্রযুক্তি চাকরি মেলা

তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন নতুন ও অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ নিয়ে ‘আইটি জব ফেয়ার’ শীর্ষক চাকরি মেলার আয়োজন করেছে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডি জবস’। আজ বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

সকাল থেকে মেলায় চাকরিপ্রার্থীরা আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিডি জবসের পক্ষ থেকে জানানো হয়, মেলায় আসার জন্য ২২ হাজার চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার প্রার্থী মেলায় এসেছেন।

তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। সকাল থেকে মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি দিচ্ছেন। ই-মেইলে ও স্ক্যান করে সিভি নেওয়া হচ্ছে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোয় ডিজিটাল মার্কেটিং ও ওয়েব ডেভেলপমেন্ট পদের চাহিদা বেশি দেখা গেছে।

ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন মেলায়। খুলনা থেকে আসা হানিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সদ্য কম্পিউটার সায়েন্সে চার মাস আগে স্নাতক পাস করে বের হয়েছি। চাকরির জন্য মেলায় এসেছি। তিনটি প্রতিষ্ঠানে সিভি দিয়েছি।’

মেলায় আসা আহসানুল হক বলেন, ‘ডিজিটাল মাকের্টিংয়ে তিন বছর ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ভালো চাকরির আশায় এখানে সিভি দিতে এসেছি। পাঁচটি প্রতিষ্ঠানে কথা বলে সিভি দিলাম। তারা দুই সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের জন্য ডাকবে।’

মেলায় অংশ নেওয়া ওয়েবস এক্সপ্রেসের সহপ্রতিষ্ঠাতা হৃদয় কৃষ্ণ বেপারী প্রথম আলোকে জানান, মোট সাতটি পদের জন্য সিভি নিচ্ছেন তাঁরা। দুপুর পর্যন্ত প্রায় দেড় শ সিভি জমা পড়েছে। এর মধ্যে তিন মাসের জন্য পেইড ইন্টার্নও নেওয়া হবে।

বিডি কলিংয়ের অপারেশন এক্সিকিউটিভ রেবেকা শারমীন জানান, চারটি পদের জন্য সিভি নিচ্ছেন তাঁরা। যাঁরা সিভি দিচ্ছেন, তাঁদের সিভি যাচাই-বাছাই করে শিগগিরই ভাইভার জন্য ডাকা হবে।

মেলায় তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি দিচ্ছেন

বিডিজবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০ হাজার আইটি গ্র্যাজুয়েট বের হচ্ছেন। কিন্তু তাঁদের অধিকাংশই বেকার থাকছেন, কারণ মার্কেটে তেমন চাকরি নেই। তাই আমরা আইটি গ্র্যাজুয়েটদের জন্য প্রতিবছর এ মেলার আয়োজন করি।’

মেলায় এসে সিভি দিয়ে ভাইভার জন্য অনেকে ডাক পান না, প্রার্থীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাহিম মাশরুর বলেন, অনেক প্রার্থী না বুঝে সব জায়গায় সিভি দেন, তাই ডাক পান না। প্রার্থীদের উচিত নিজেদের যোগ্যতার সঙ্গে মেলে এমন প্রতিষ্ঠান বাছাই করে সিভি দেওয়া। গণহারে সব প্রতিষ্ঠানে সিভি দিলে প্রতিষ্ঠানগুলোর সিভি বাছাই করতে সময় নষ্ট হয়। ফলে ভাইভার জন্য ডাকতে দেরি হয়।