অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৮

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নবম গ্রেডের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদে উত্তীর্ণ হয়েছেন ৫০৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

গতকাল শুক্রবার সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে