প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাংগঠনিক কাঠামোভুক্ত প্রভাষক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭, এ অনুষ্ঠিত হবে।

উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।