ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডভুক্ত ‘সহকারী সিস্টেম অ্যানালিস্ট’ পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডভুক্ত ‘সহকারী সিস্টেম অ্যানালিস্ট’ পদের ২৪ এপ্রিলের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
স্থগিত করা মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময় সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।