Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে ছড়িয়ে পড়া কেবিন ক্রু নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল বিমান বাংলাদেশ

ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্টুয়ার্ডেস (কেবিন ক্রু) পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হতে সতর্ক করেছে বিমান বাংলাদেশ। গতকাল রোববার বিমানের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Also Read: তিনবারের চেষ্টায় বিসিএস, প্রশাসনে প্রথম নাঈমুর বিস্মিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো সংবলিত ফ্লাইট স্টুয়ার্ডেস পদের একটি অসত্য নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে না।

Also Read: ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদ হাসান

বিমানের সব নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমানের অফিশিয়াল ওয়েবসাইটে ও (www.biman-airlines.bd) প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।