৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০-২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল রোববার (২০ জুলাই) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়) সময়সূচি ও আসনবিন্যাস বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইট ভিজিট করে এ–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থীদের কয়েকটি নির্দেশনাও দিয়েছে পিএসসি। নির্দেশনাগুলোর মধ্য আছে—
১.
মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, ব্যাংক কার্ড/ক্রেডিট কার্ড, ক্যালকুলেটর [গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের জন্য কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পদ–সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে ৩.২ অনুচ্ছেদ অনুসারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে] ব্যতীত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কমিশন ঘোষিত নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ রোধে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে এবং প্রবেশপত্র চেক করে প্রার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষে কোনো প্রার্থীর কাছে বর্ণিত নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে বিজ্ঞাপনের শর্তানুযায়ী তা বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ওই প্রার্থীকে হল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে;
২.
পদ-সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে কেবল গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থ, ইলেকট্রনিকস, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর ক্ষেত্রে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে;
৩.
পরীক্ষার সময় প্রার্থীরা মুখ ও কানের ওপর কোনো আবরণ রাখবেন না;
৪.
পরীক্ষায় যেকোনো অসদুপায় অবলম্বনের জন্য প্রার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে। কোনো প্রার্থী পরীক্ষায় নকল করলে বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করলে বা কোনো অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে এ–সংক্রান্ত সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে;
৫.
পদ-সংশ্লিষ্ট পরিসংখ্যান (বিষয় কোড-৯৮১) বিষয়ের ক্ষেত্রে প্রার্থীরা Hypothesis (অনুমান ও নাস্তি কল্পনা) Testing এবং পরিসংখ্যান বিশ্লেষণে ব্যবহৃত পরিসংখ্যানিক সারণি নিয়ে আসতে পারবেন না। তবে প্রয়োজনে কেন্দ্র থেকে তা সরবরাহ করা হবে।
আসনবিন্যাস দেখুন এখানে