Thank you for trying Sticky AMP!!

উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে ঋণ পাওয়ার সুযোগ

ছবি: বাসস

ক্ষুদ্র ও কুটিরশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) শিক্ষিত তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে। আগ্রহী উদ্যোক্তাদের জন্য পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন প্রতিষ্ঠান স্কিটির এ কোর্স চলবে ৫-৯ সেপ্টেম্বর।

বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা-বাণিজ্য গড়ে তুলতে চান, তাঁদের জন্য এ কোর্স। সফলভাবে কোর্স শেষ করার পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে এবং শিল্প নিবন্ধন দেওয়া হবে। কোর্সে সশরীর এবং অনলাইনে অংশগ্রহণ করা যাবে। সশরীর অংশগ্রহণ করতে চাইলে কোর্স ফি ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১ হাজার টাকা।