উইন্ডোজ ১০-এ ডার্ক মোড
উইন্ডোজ ১০-এ ডার্ক মোড

টিপস

উইন্ডোজ ১০-এ ডার্ক মোড চালু করবেন যেভাবে

অন্ধকারে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কাজ করেও আরাম পাওয়া যায় না। সমস্যা সমাধানে অনেকেই কম্পিউটারের মনিটরের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করেন। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ডার্ক মোড সুবিধা কাজে লাগিয়ে সহজেই এ ঝামেলা থেকে মুক্তি মিলবে।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ডার্ক মোড সুবিধা চালুর জন্য প্রথমে Start Menu থেকে Settings–এ ক্লিক করে Personalization অপশন নির্বাচন করতে হবে। এরপর Colors–এ ক্লিক করে ডান পাশে থাকা Choose your color ড্রপডাউন মেন্যু থেকে Dark বা Light অপশন নির্বাচন করতে হবে। এবার Transparency effects চালু করলেই ডার্ক মোড সুবিধা চালু হবে।

মনে রাখতে হবে, Transparency effects বন্ধ থাকলে কম্পিউটারের পর্দার নির্দিষ্ট কিছু অংশ অন্ধকার হয়ে যাবে। এখানে থাকা Automatically pick an accent color from my background–এর পাশে টিক চিহ্ন দিলেই উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে রং নির্বাচন করে দেবে। চাইলে Custom অপশনে ক্লিক করে ডিফল্ট উইন্ডোজের জন্য আলাদা রং ব্যবহার করা যাবে।