প্রিয় পরীক্ষার্থীরা, জেএসসিতে চারু ও কারুকলা বিষয়টি নতুন এবং বেশ গুরুত্বপূর্ন বিষয়। বিষয়টি নতুন হলেও তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তত্ত্বীয় বিষয়: তোমরা পাঠ্যবইটি ভালোভাবে প্রতিটি লাইন পড়বে জানার জন্য। দেখবে, বইটি পড়তে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগা থেকেই অনেক অজানা বিষয় সুন্দরভাবে তোমাদের আয়ত্তে চলে আসবে এবং তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে।
রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখবে। সেগুলো হলো, প্রয়োজনের অতিরিক্ত লিখবে না, যাতে তত্ত্বীয় অংশ থেকে সময় বাঁচিয়ে ছবি আঁকায় বেশি সময় পেতে পারো। তবে মনে রাখবে, প্রশ্নের উত্তরে অবশ্যই প্রয়োজনীয় তারিখ, স্থান, নাম ইত্যাদি সঠিকভাবে লিখবে।
চারুকলা: চারুকলার ক্ষেত্রে দুই বিষয় অনুযায়ী তিনটি প্রশ্নের মধ্যে একটি ছবি এঁকে রং করতে হবে।
বিষয় দুটি হলো ১. বর্ণনামূলক ২. বিষয়ভিত্তিক। বর্ণনামূলক ছবি বলতে ঋতুভিত্তিক ছবি বোঝাবে এবং বিষয়ভিত্তিক ছবি বলতে কোনো বিষয় বা ঘটনাকে বোঝাবে। যেমন—মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, মেলা, নববর্ষ ইত্যাদি। ছবিগুলো তোমাদের সাধ্য অনুযায়ী ভালো করে এঁকে ইচ্ছেমতো রং করবে। তবে রঙের ক্ষেত্রে জলরং ব্যবহার করা যাবে না। কারণ, ছবি আঁকার জন্য কার্টিজ পেপার দেওয়া হবে না। খাতার মধ্যেই ছবি আঁকতে হবে।
কারুকলা: কারুকলায় তিনটি প্রশ্ন থাকবে। এর মধ্যে একটি নকশা এঁকে সাদা কালো রং করতে হবে। অর্থাত্ তোমাদের আঁকা নকশা কালো রঙে ভরাট করতে হবে। অন্য অংশ সাদা থাকবে। এভাবেই সাদাকালো বোঝানো হয়েছে। নকশা করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবে।
চেষ্টা করবে অংকন করা নকশার বাইরে যেন কালো রং না যায়,। যদি ভুলবশত কালো রং লেগে যায়, তাহলে সাদা পোস্টার রংতুলিতে নিয়ে ভুল অংশ মুছে দেবে।
রঙের ক্ষেত্রে কালো পোস্টার রং/চায়নিজ ইনক/সাইন পেন ইত্যাদি যেটা তোমাদের জন্য সহজ হয়, সেটাই ব্যবহার করবে। লক্ষ রাখবে, সাইন পেনে নকশা রং করার সময় পরীক্ষার খাতার অন্য পৃষ্ঠা যেন নষ্ট না হয়। প্রয়োজনে নকশার আগের ও পরের পৃষ্ঠা ফাঁকা রাখতে পারো। এ ক্ষেত্রে খালি পৃষ্ঠা কলম দিয়ে আড়াআড়িভাবে কেটে দেওয়া ভালো।
নকশার ক্ষেত্রে ১/৪র্ র্ মাপের চারপাশে বর্ডার দিলে ভালো দেখাবে। ত্রিভুজ চতুর্ভুজ, বৃত্তের সাহায্যে নকশা আঁকলে বর্ডার সাইন পেনের সাহায্যে এঁকে মাঝে সাদা রাখা ভালো আর ফুল, লতাপাতা বা মাছ, পাখির নকশায় বর্ডার ভরাট করতে পারো।
সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা