এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

ফাইল ছবি

অধ্যায় ১

৯. কারা ভূমিবাদ মতবাদ প্রচার করেন?

ক. গ্রিকরা খ. ফরাসিরা

গ. রোমানরা ঘ. ভারতীয়রা

১০. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের মানুষ ছিলেন?

ক. আমেরিকার খ. ইংল্যান্ডের

গ. ফ্রান্সের ঘ. ইতালির

১১. কে সর্বপ্রথম অর্থনীতিকে একটা স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন?

ক. আলফ্রেড মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. এল. রবিন্স

ঘ. পল. স্যামুয়েলসন

১২. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি?

ক. নির্বাচন সমস্যা

খ. সম্পদের সীমাবদ্ধতা

গ. সম্পদের প্রাচুর্যতা

ঘ. অসীম অভাব

১৩. কিসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে?

ক. অসীম অভাব খ. বিকল্প সম্পদ

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. অসীম সম্পদ

১৪. দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না কীভাবে?

ক. অভাব বেশি হলে

খ. অভাব কম হলে

গ. সম্পদ বেশি হলে

ঘ. সম্পদ কম হলে

১৫. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?

ক. সম্পদের ঘাটতি

খ. সীমাহীন চাহিদা

গ. সম্পদের দুষ্প্রাপ্যতা

ঘ. সীমাহীন অভাব

সঠিক উত্তর

অধ্যায় ১: ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ