Thank you for trying Sticky AMP!!

এইচএসসি - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৯১. ‘জার্নাল’ শব্দটির উৎপত্তি হয়েছে—

ক. ফরাসি শব্দ থেকে

খ. হিন্দি শব্দ থেকে

গ. আরবি শব্দ থেকে

ঘ. তুর্কি শব্দ থেকে

৯২. জীবনবিমা প্রদানের সঠিক জাবেদা কোনটি?

ক. জীবনবিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

খ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

গ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

ঘ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

৯৩. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, তাকে কী বলে?

ক. জাবেদা

খ. খতিয়ান

গ. রেওয়ামিল

ঘ. নগদান বই

৯৪. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

ক. অর্জিত সেবা আয়

খ. প্রাপ্ত সেবা আয়

গ. অনুপার্জিত সেবা আয়

ঘ. প্রাপ্য হিসাব

৯৫. পুরোনো আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?

ক. মেরামত

খ. মজুরি

গ. আসবাবপত্র

ঘ. বিবিধ খরচ

৯৬. শ্রমিকদের মধ্যে কাজের বিনিময়ে পণ্য বিতরণের সঠিক জাবেদা কোনটি?

ক. বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

খ. বিবিধ খরচ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

গ. মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

ঘ. মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটফ

৯৭. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?

ক. আসবাবপত্র খ. ক্রয়

গ. অফিস সরঞ্জাম ঘ. সম্পত্তি

৯৮. জনাব অর্জুন একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে যে হিসাবটি ডেবিট করতে হবে—

ক. আসবাবপত্র খ. ক্রয়

গ. নগদান ঘ. উত্তোলন

৯৯. ধারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ?

ক. সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

খ. সম্পত্তি বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি

গ. দায় বৃদ্ধি ও আয় বৃদ্ধি

ঘ. দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

১০০. জাবেদার অপরিহার্য বিষয় কী?

ক. ব্যাখ্যা খ. শিরোনাম

গ. সমষ্টি নির্ণয় ঘ. ক্রমিক নম্বর

সঠিক উত্তর

অধ্যায় ২: ৯১.ক ৯২.খ ৯৩.ক ৯৪.গ ৯৫.ক ৯৬.গ ৯৭.খ ৯৮.ক ৯৯.ক ১০০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন