
অধ্যায় ৪
১. দানাজাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির উৎপাদন সবচেয়ে বেশি হয়?
ক. ধান খ. গম
গ. ভুট্টা ঘ. সরিষা
২. ‘দুধসর’ কিসের জাত?
ক. সরিষা খ. কলা
গ. ধান ঘ. পাট
৩. BRRI (ব্রি) কতটি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে?
ক. ৬০টি খ. ৬৮টি
গ. ৭২টি ঘ. ৭৮টি
৪. ধানের মৌসুম কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫. টেপি কোন ফসলের জাত?
ক. ধান খ. গম
গ. পাট ঘ. আখ
৬. আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা হয়?
ক. বিআর-১১ খ. বিআর-২০
গ. বিআর-২১ ঘ. বিআর -২৮
৭. ধানের বীজ বাছাইকরণে কোনটি ব্যবহার করা হয়?
ক. ইউরিয়া সার খ. মোলাসেস
গ. গরম পানি ঘ. সোডা
৮. কোন পোকার আক্রমণে ধান গাছের পাতা সাদা হয়ে যায়?
ক. মাজরা খ. পামরি
গ. গান্ধি ঘ. গলমাছি
৯. ধান ফসলের টুংরো রোগের জন্য দায়ী কে?
ক. ছত্রাক খ. ভাইরাস
গ. ব্যাকটেরিয়া ঘ. গল মাছি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ক ৭. ক ৮. খ ৯. খ
এস এম হাবিবউল্লাহ, প্রভাষক
সিটি কলেজ, চট্টগ্রাম