গণিত – সেট: ৭ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো গণিতের সেট : ৭। এরকম প্রতিদিন একটি করে মোট ৭ টি সেট প্রকাশিত হয়েছে। ৭ টি সেটে মোট প্রশ্ন আছে ৭০ টি। পরীক্ষার আগে সম্ভব হলে সেটগুলোতে আরেকবার চোখ বুলিয়ে নাও। আশাকরি তোমাদের গণিতের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

গণিত – সেট: ৭

৬১. যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়, তাকে কী বলে?

ক. পাদবিন্দু খ. ছেদবিন্দু

গ. শীর্ষবিন্দু ঘ. প্রান্তবিন্দু

৬২. সমবিন্দু সরল কোণের_____।

ক. দ্বিগুণ খ. সমান

গ. তিন গুণ ঘ. অর্ধেক

৬৩. ৬০০ ও ৩০০ কোণ দুইটি পরস্পরের_____।

ক. পূরক খ. সম্পূরক

গ. সমকোণ ঘ. কোনোটিই নয়

৬৪. ২৫০–এর পূরক কোণ কত?

ক. ০০ খ. ৪৫০

গ. ৬৫০ ঘ. ৫৫০

৬৫.১৭০০–এর সম্পূরক কোণ কত?

ক. ১০০ খ. ৯০০

গ. ০০ ঘ. ৮০০

৬৬. দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

ক. ৯০০ খ. ১৮০০

গ. ৩৬০০ ঘ. ১২০০

৬৭. সূক্ষ্মকোণের পূরক কোণ _____।

ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ

গ. সমকোণ ঘ. সরলকোণ

৬৮. স্থূলকোণের সম্পূরক কোণ _____।

ক. সূক্ষ্মকোণ খ. স্থূলকোণ

গ. সমকোণ ঘ. সরলকোণ

৬৯. দুটি সরলরেখা এক বিন্দুতে ছেদ করলে তাদের দ্বারা গঠিত অসন্নিহিত কোণদ্বয়কে বলা হয়

ক. সরলকোণ খ. প্রবৃদ্ধ কোণ

গ. বিপ্রতীপ কোণ ঘ. পূরক কোণ

৬০. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে একটিকে অপরটির কোণ বলে।

ক. পূরক খ. সম্পূরক

গ. বিপ্রতীপ ঘ. স্থূল

সঠিক উত্তর: ৬১.গ ৬২.ঘ ৬৩.ক ৬৪.গ ৬৫.ক ৬৬.গ ৬৭.ক ৬৮.ক ৬৯.গ ৭০.খ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী