প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬

গণিত

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: কোন ধরনের ভগ্নাংশ?
উত্তর: সম লববিশিষ্ট ভগ্নাংশ।
প্রশ্ন: খালি ঘরে সঠিক সংখ্যাটি বসাও।
উত্তর: ২
প্রশ্ন: এগুলো কী ধরনের ভগ্নাংশ?
উত্তর: সমতুল ভগ্নাংশ।
প্রশ্ন: সমতুল ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে।
প্রশ্ন: কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হয়?
উত্তর:
প্রশ্ন: কী ধরনের ভগ্নাংশ?
উত্তর: প্রকৃত ভগ্নাংশ।
প্রশ্ন: যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে কী ভগ্নাংশ বলে?
উত্তর: অপ্রকৃত ভগ্নাংশ।
প্রশ্ন: কী ধরনের ভগ্নাংশ?
উত্তর: অপ্রকৃত ভগ্নাংশ।
প্রশ্ন: যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, তাকে কোন ভগ্নাংশ বলে?
উত্তর: মিশ্র ভগ্নাংশ।
প্রশ্ন: ভগ্নাংশটির ১ বা পূর্ণ অংশকে কী পড়া হয়?
উত্তর: সমস্ত।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জেনে রাখো
বন্ধনী ব্যবহার করে হিসাব করার নিয়ম

বাঁ থেকে ডানে হিসাব করতে হয়

প্রথমে ভাগ, তারপর গুণ এবং
সবশেষে যোগ ও বিয়োগ করতে হয়

বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরগুলো
আগে গণনা করতে হয়।
প্রথমে ১ম বন্ধনী ( ), পরে ২য় বন্ধনী  এবং শেষে ৩য় বন্ধনীর  কাজ করতে হয়