Thank you for trying Sticky AMP!!

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস: জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১৫. কোন উদ্ভিদের বীজ বাতাসের মাধ্যমে ছড়ায়?

ক. আকন্দ খ. দোপাটি

গ. মটরশুঁটি ঘ. আপাং

১৬. পতঙ্গ পরাগায়নের ফলে উৎপন্ন বীজের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

ক. মাতৃবৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকে

খ. নতুন গুণাবলির আবির্ভাব ঘটে

গ. দুর্বল জীবনীশক্তিসম্পন্ন বীজের সৃষ্টি হয়

ঘ. নতুন বংশধরদের অভিযোজনক্ষমতা হ্রাস পায়

১৭. পতঙ্গপরাগী ফুল কোনটি?

ক. ধান খ. শিমুল

গ. অর্কিড ঘ. ঝাউঝাঁঝি

১৮. উদ্দীপকে কোন অংশটি ‘শস্যে’ পরিণত হয়?

ক. P খ. Q গ. R ঘ. S

১৯. পরপরাগায়ন ঘটে—

i. ধান ও শিমে ii. গম ও ভুট্টায়

iii. ধান ও আমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. গ ১৯. গ