এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৭. সিভকোষ ও লোহিত রক্ত কণিকায় কোনটি থাকে না?

ক. নিউক্লিয়াস খ. সেন্ট্রিওল

গ. প্লাজমা ঘ. রাইবোজোম

২৮. ক্রোমাটিন জালিকা কোথায় থাকে?

ক. নিউক্লিয়াসে খ. ক্রোমোজোমে

গ. প্লাস্টিডে ঘ. রাইবোজোমে

২৯. টিস্যু কোষগুলো—

i. জীবিত ii. সমব্যাসীয়

iii. প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ—

i. দেহ গঠন করা

ii. খাদ্য গঠন করা

iii. খাদ্য পরিবহন করা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. ট্রাকিড কোষ—

i. লম্বা

ii. এর প্রাপ্তদ্বয় সরু ও সুচালো

iii. লিগনিন জমা হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. গুপ্তজীবী উদ্ভিদের সব অঙ্গে কী দেখা যায় ?

ক. ভেসেল খ. ট্রাকিও

গ. জাইলেম ঘ. ফাইবার

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক


বাকি অংশ ছাপা হবে আগামী রোববার