
অধ্যায় ২
৫. টেম্পোরারি ফাইল তৈরি হলে কী হতে পারে?
ক. ফ্লপি ড্রাইভের গতি কমে যাবে
খ. হার্ডডিস্কের অনেক জায়গা
দখল হবে
গ. কাজের গতি বেড়ে যাবে
ঘ. ফাইল সংরক্ষণে কম সময় লাগবে
৬. টেম্পোরারি ফাইল মুছে ফেললে যা ঘটবে—
i. কম্পিউটার আর চালু হবে না
ii. কাজ করার গতি বেড়ে যাবে
iii. হার্ডডিস্ক খালি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কম্পিউটারে টেম্পোরারি ফাইল তৈরি হলে যে অসুবিধা হবে—
i. হার্ডডিস্কের জায়গা কমে যাবে
ii. সফটওয়্যার ইনস্টল করা যাবে না
iii. কম্পিউটারের গতিকে ধীর করে দেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু ফাইল তৈরি হয়, তাদের কী বলে?
ক. tempt খ. autorun
গ. recyclebin ঘ. temporary
৯. কোন ফাইলগুলো কম্পিউটারের গতিকে কমিয়ে দেয়?
ক. মেমোরি
খ. টেম্পোরারি ফাইল
গ. ওয়ার্ড ফাইল
ঘ. ইন্টারনেট ব্রাউজার
১০. ইদানীং কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
ক. মোবাইল খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. ইন্টারনেট
১১. ইন্টারনেট ব্যবহার করতে কোনটি প্রয়োজন হয়?
ক. ক্যামেরা খ. ব্রাউজার
গ. মোবাইল ঘ. ইন্টারনেট
১২. ইন্টারনেট ব্যবহার করলে কম্পিউটারের ক্যাশ মেমোরিতে জমা হয়—
i. কুকিজ
ii. টেম্পোরারি ফাইল
iii. আপডেট ফাইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. যেসব ব্যবহার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ—
i. অ্যান্টিভাইরাস
ii. অ্যান্টি স্পাইওয়্যার
iii. অ্যান্টি ম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করা দরকার—
i. সচল রাখার জন্য
ii. কিছুদিন ব্যবহার করার জন্য
iii. পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫. খ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল