পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

প্রাথমিক বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় ৮

প্রশ্ন: পৃথিবীর দুই ধরনের গতি কী কী?

উত্তর: পৃথিবীর দুই ধরনের গতি হলো—

১. আহ্নিক গতি ও

২. বার্ষিক গতি।

প্রশ্ন: দিন ও রাত কী কারণে হয়?

উত্তর: দিন ও রাত আহ্নিক গতির কারণে হয়।

প্রশ্ন: চাঁদের বিভিন্ন দশার কারণ কী?

উত্তর: পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।

প্রশ্ন: গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?

উত্তর: যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়।

প্রশ্ন: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?

উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো—

গ্রহ

১. মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাই গ্রহ।

২. গ্রহ বড়।

উপগ্রহ

১. মহাকাশের যে বস্তু গ্রহের চারপাশে ঘোরে তাই উপগ্রহ।

২. উপগ্রহ ছোট।

প্রশ্ন: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?

উত্তর: পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে গ্রীষ্মকাল সংঘটিত হয়।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লগে?

উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আট মিনিট সময় লাগে।

প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?

উত্তর: মহাকাশসম্পর্কিত বিজ্ঞানকে জ্যোতির্বিজ্ঞান বলে।

প্রশ্ন: অক্ষ কী?

উত্তর: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্রবরাবর ছেদকারী কাল্পনিক রেখা।

প্রশ্ন: কক্ষপথ কাকে বলে?

উত্তর: যে পথে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে, তাকে কক্ষপথ বলে।

প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?

উত্তর: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।


বাকি অংশ ছাপা হবে আগামীকাল


পারভীন সুলতানা, সহকারী শিক্ষক
মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা