
তোলপাড়
৫. ‘তোলপাড়’ গল্পে সাবু ক্ষুব্ধ হয় কেন?
ক. হানাদার বাহিনীর নিষ্ঠুরতা অনুভব করে
খ. বুড়োর ছেলেদের হত্যা করে বলে
গ. মিসেস রহমান ঢাকা যাওয়ায়
ঘ. মায়ের ব্যবহারে
৬. শওকত ওসমান মৃত্যুবরণ করেন কত সালে?
ক. ১৯৮৮ খ. ১৯৮৯
গ. ১৯৯৫ ঘ. ১৯৯৮
৭. ‘তোলপাড়’ গল্পের সাবু হন্তদন্ত হয়ে তার মাকে ডাকছিল কেন?
ক. ঢাকার গণহত্যার খবর দেওয়ার জন্য
খ. লোকজন ঢাকায় থাকছে এ খবর দেওয়ার জন্য
গ. ঢাকার উৎসবে খবর দেওয়ার জন্য
ঘ. মুক্তিযুদ্ধের খবর দেওয়ার জন্য
৮. সাবুর মায়ের নাম কী?
ক. রহিমন বিবি খ. জৈতুন বিবি
গ. করিমন বিবি ঘ. হালিমা বিবি
৯. সাবুর হাতের মুঠি বারবার শক্ত হচ্ছে, কারণ কী?
ক. সাবুর শরীর দুর্বল হয়ে পড়েছে
খ. সাবু বেসামাল হয়ে পড়েছে
গ. সাবুর মধ্যে ভয় কাজ করছে
ঘ. সাবুর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে
১০. সাবুর মতে, পাঞ্জাবি মিলিটারিরা কত লোক মেরেছে?
ক. লাখ লাখ খ. হাজার হাজার
গ. শত শত ঘ. কোটি কোটি
১১. ‘তোলপাড়’ গল্পে লোকজন শহর ছেড়ে গ্রামে চলে আসছে কেন?
ক. বেড়াতে খ. ঈদের ছুটি কাটাতে
গ. প্রাণের ভয়ে ঘ. চাকরির খোঁজে
১২. ‘খাবি খাওয়া’ অর্থ কী?
ক. ছটফট করা খ. তেজ দেখানো
গ. রাগে ফোঁস ফোঁস করা
ঘ. মরণাপন্ন হওয়া
১৩. সাবুদের বাড়ির পাশ দিয়ে কোন সড়ক গেছে?’
ক. রেল সড়ক
খ. থানা পরিষদের সড়ক
গ. জেলা বোর্ডের সড়ক
ঘ. ইউনিয়ন পরিষদের সড়ক
১৪. ‘পিলপিল পিঁপড়ের সারি’ শব্দগুচ্ছটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. ঢাকা ছেড়ে পালানো লোকদের বোঝাতে
খ. শ্রমিকদের দল বেঁধে চলাকে বোঝাতে
গ. পিঁপড়েদের নিঃশব্দে চলাচলকে বোঝাতে
ঘ. অসংখ্য পিঁপড়ে বোঝাতে
১৫. ‘তোলপাড়’ গল্পে ‘দারুণ রোদ্দুর’ কোথায়?
ক. নরম মাটিতে খ. ঘরের চালে
গ. আকাশে ঘ. মাথার ওপরে
১৬. ‘তোলপাড়’ গল্পে দু-তিনজন রাস্তার ধারেই শেষ হয়ে গেল কেন?
ক. অসুস্থতায় খ. পানির পিপাসায়
গ. পাকিস্তানি মিলিটারির অত্যাচারে
ঘ. ক্ষুধায়
সঠিক উত্তর
তোলপাড়: ৫. ক ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ