পঞ্চম শ্রেণির পড়াশোনা: গণিত ও বাংলা

বাংলা | প্রশ্নোত্তর

সুন্দরবনের প্রাণী

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো।

অপার, সম্ভার, রয়েল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্ত।

উত্তর

প্রদত্ত শব্দ অর্থ

অপার অগাধ, অসীম

সম্ভার বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস

রয়েল রাজকীয়

ভয়ঙ্কর ভীষণ, ভীতিজনক, অত্যন্ত

অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না।

বিলুপ্ত যা লোপ পেয়েছে।

প্রশ্ন: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

ক. বাংলাদেশ সৌন্দর্যে ভরপুর।

খ. প্রকৃতির অপার সমুদ্রের নিচে রয়েছে।

গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে বেঙ্গল টাইগার।

ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি

আবার ।

ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের সম্পদ।

চ. শকুন বাংলাদেশে এখন প্রায় পাখি।

উত্তর

ক. বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর।

খ. প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে।

গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার।

ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর।

ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ।

চ. শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি।

প্রশ্ন: ক্যাঙারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়?

উত্তর: বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে সে দেশের নাম। বাংলাদেশের নামের সঙ্গে যেমন জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। একইভাবে ক্যাঙারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা। আর সিংহ বললেই মনে পড়ে যায় অফ্রিকার কথা।

প্রশ্ন: বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো।

উত্তর: বাঘ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, যেটি থাকে বাংলাদেশের সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চালচলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। একসময় সুন্দরবনে চিতাবাঘ ও ওলবাঘ ছিল। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণিবিদেরা বলেছেন, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

প্রশ্ন: দেশের জন্য পশুপাখি, জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লেখো।

উত্তর: পশুপাখি ও জীবজন্তু প্রকৃতির
পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। যেকোনো দেশের জন্যই জীবজন্তু ও পশুপাখি তাই এক অমূল্য সম্পদ। প্রকৃতির গাছপালা, বৃক্ষলতা
ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের পশুপাখি ও জীবজন্তু তথা প্রাণিকুলের জীবনধারণের উপকরণ-উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন শকুন পরিবেশের নানা আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। একইভাবে বিভিন্ন পশুপাখি ও জীবজন্তু আমাদের পরিবেশকে
সুন্দর ও পরিচ্ছন্ন রেখে আমাদের উপকার করে থাকে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল