
আমার পথ
২৩. পরাবলম্বনকে প্রবন্ধকার কী বলে অভিহিত করেছেন?
ক. মূর্খতা খ. দরিদ্রতা
গ. দাসত্ব ঘ. নিষ্ক্রিয়তা
২৪. সত্যের দম্ভ মানুষকে কী করে তোলে?
ক. বিনয়ী খ. উঁচু
গ. বলীয়ান ঘ. অহংকারী
২৫. জাহিদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস সে নিজেই নিজেকে পথ দেখাতে পারে। উদ্দীপকের জাহিদের আত্মবিশ্বাস ‘আমার পথ’ প্রবন্ধে কী অর্থে প্রয়োগ ঘটেছে?
ক. সত্য খ. মিথ্যা
গ. ভয় ঘ. পদানত
২৬. নিজেকে জানো- উক্তিটি ‘আমার পথ’ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে?
ক. আত্মনির্ভরতা
খ. আত্মবিশ্বাস
গ. পরাবলম্বন
ঘ. স্বাবলম্বন
সঠিক উত্তর
আমার পথ: ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল