
নাটক: বহিপীর
১২. ‘শাবাশ মেয়ে তুমি’ এ কথাটি খোদেজা তাহেরাকে কেন বলেছিল?
ক. বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে
খ. ঘর ছেড়ে পালিয়েছে বলে
গ. অনেক সাহসী বলে
ঘ. মা নেই বলে
১৩. নৌকাটি এক মিনিটে আধা-ডোবা হয়ে গেল কেন?
ক. ফুটো হওয়ায় খ. ধাক্কা লাগায়
গ. পানি না ফেলায়
ঘ. লোক বেশি থাকায়
১৪. তাহেরা কাকে ভালো না দেখলেও গলা অনেক শুনেছে?
ক. বহিপীরকে খ. হাশেম আলিকে
গ. জমিদারকে ঘ. হাতেম আলিকে
১৫. হাশেম কলেজ পড়া শেষ করে কী দিতে চায়?
ক. স্কুল খ. কলেজ
গ. ছাপাখানা ঘ. খাবারের দোকান
১৬. ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক. বহিপীর খ. হাশেম
গ. তাহেরা ঘ. জমিদার
১৭. বহিপীরের মতে, কথ্য ভাষায়—
i. পবিত্রতা নেই
ii. গাম্ভীর্য নেই
iii. খোদার বাণী বহন করার ক্ষমতা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. তাহেরা নিজেকে বহিপীরের বিবি বলে অস্বীকার করার কারণ—
i. কখনো তাকে দেখেনি বলে
ii. কখনো তার ঘর করেনি বলে
iii. বিয়েতে কবুল বলেনি বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
নাটক: বহিপীর: ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা