বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তরদেওয়া হলো।
অন্ধবধূ
৮। ‘আমের গায়ে বরণ দেখা যায়?’ কোন ইঙ্গিতবহ?
ক. আমের গুটি আসা খ. আম পাকার লক্ষণ
গ. আমের রূপ দর্শন ঘ. আমের বোল ফোটা
৯। দৃষ্টিহীন হলেই নিজেকে—
ক. অসহায় ভাবা ঠিক নয়
খ. অন্যের সাহাযে্য চলা উচিত
গ. সাহসী হতে হবে ঘ. দুর্বল ভাবতে হবে
১০। ‘জ্যৈষ্ঠ আসার কত দিন বাকি’—এ কথাটি জানার মাধ্যমে অন্ধবধূ প্রকৃতপক্ষে কী জানতে চেয়েছে?
ক. বসন্ত ঋতুর কথা খ. শীত ঋতুর কথা
গ. গ্রীষ্ম ঋতুর কথা ঘ. হেমন্ত ঋতুর কথা
১১। ‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই’— এখানে ‘ভাই’ কে?
ক. দাদা খ. ঠাকুরপো
গ. ঠাকুরঝি ঘ. ছোট ভাই
১২। ‘কোকিলের ডাক’ বধূর কাছে কিসের ইঙ্গিত বাহক?
ক. বসন্তকালের খ. গ্রীষ্মকালের
গ. আম পাকার ঘ. ভালোবাসার
১৩। অন্ধবধূ কোকিলের ডাক শুনেছে কখন?
ক. অনেক আগে
খ. কয়েক দিন আগে
গ. সকালবেলা ঘ. দুপুরবেলা
১৪। ‘দখিন হাওয়া’ বন্ধ হওয়া কিসের ইঙ্গিত দেয়?
ক. বসন্ত ঋতুর খ. শীত ঋতুর
গ. হেমন্ত ঋতুর ঘ. শরৎ ঋতুর
১৫। দীঘির ঘাটে কোনটি জাগে?
ক. নতুন সিঁড়ি খ. শেওলা
গ. কচুরিপানা ঘ. নতুন কাঠ
১৬। ‘সিঁড়ি জাগা’ মানে কী?
ক. সিঁড়ির নিদ্রাভঙ্গ
খ. সিঁড়ি দৃশ্যমান হওয়া
গ. সিঁড়ির উদ্বোধন
ঘ. সিঁড়ির মুক্তিলাভ
১৭। নতুন সিঁড়িটি কেমন?
ক. ঝকঝকে তকতকে
খ. শেওলা-পিছল
গ. সাদা ফকফকে
ঘ. নোংরা আবর্জনাপূর্ণ
১৮। ‘মন্দ নেহাত হয় না কিন্তু তায়—অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়।’ পঙ্ক্তিটির মধ্যে কোনটি ফুটে উঠেছে?
ক. উপলব্ধির গভীরতা
খ. অন্ধবধূর মুক্তিলাভ
গ. অন্ধবধূর হৃদয়বেদনা
ঘ. দ্বন্দ্ব-সংঘাত থেকে মুক্তি
১৯। আবার বিয়ে হবে কখন?
ক. চৈত্রে খ. বৈশাখে
গ. জ্যৈষ্ঠে ঘ. আষাঢ়ে
২০। ‘মধুমদির বাসে’ বলতে বোঝায়—
ক. ফুলের গন্ধে মোহময়
খ. আতরের গন্ধে মোহময়
গ. মধুর গন্ধে মোহময়
ঘ. মৃত্তিকার গন্ধে মোহময়
২১। নানা ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক. দা-কুমড়া খ. আদায়-কাঁচকলায়
গ. সাপে-নেউলে
ঘ. আকাশ-পাতাল
২২। ‘অন্ধবধূ’ কবিতায় ‘বাসে’ কথাটির মানে কী?
ক. বাসস্থানে খ. গৃহে
গ. সুগন্ধে ঘ. দুর্গন্ধে
২৩। ‘মধুমদির’ কথাটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
ক. নান্দনিক খ. সুস্নিগ্ধ
গ. মোহময় ঘ. সুতীব্র
২৪। সমাজ কাদের অবজ্ঞা করে?
ক. দৃষ্টিহীনদের খ. ক্ষমতাবানদের
গ. অসহায়দের ঘ. আশাবাদীদের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা: সঠিক উত্তর
অন্ধবধূ
৮. খ ৯. ক ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ _১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ _২৪. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা