২০১৫ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ১২

বাংলা ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

ধ্বনিতত্ত্ব
১। ভাষার মূল উপাদান কী?
ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ
২। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
ক. সাউন্ড বক্সের দ্বারা খ. ঠোঁটের সাহায্যে
গ. বাগ্যন্তের দ্বারা ঘ. মুখবিবর
৩। ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?
ক. কণ্ঠ খ. শ্বাসনালি গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস
৪। ধ্বনি উত্পাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—
ক. ফুসফুস ও ওষ্ঠ
খ. দাঁতের পাটি ও আলজিভ
গ. জিহ্বা ও ওষ্ঠ ঘ. নরম তালু ও জিহ্বা
৫। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?
ক. ফুসফুস খ. জিহ্বা
গ. বাগ্যন্ত্র ঘ. কণ্ঠধ্বনি
৬। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি
৭। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
ক. অক্ষর খ. বর্ণ গ. বর্ণমালা ঘ. চিহ্ন
৮। ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি
গ. ‘অ’ ধ্বনি ঘ. ‘আ’ ধ্বনি
৯। যেকোনো ভাষায় ব্যবহূত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
ক. বর্ণ খ. বর্ণমালা গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ
১০। Symbol অর্থ কী?
ক. প্রতীক খ. শব্দ গ. বাক্য ঘ. বর্ণ
১১। বাংলা বর্ণমালার উত্স কী?
ক. সংস্কৃতলিপি খ. ব্রাহ্মীলিপি
গ. তিব্বতীলিপি ঘ. দেবনাগরীলিপি
১২। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৯টি
১৩। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
ক. ৪টি খ. ৬টি গ. ১টি ঘ. ২টি
১৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি
১৫। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?
ক. ১১টি খ. ৩৯টি গ. ৪৯টি ঘ. ৫০টি
১৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক. ১৩টি খ. ১১টি গ. ৪৯টি ঘ. ৩৯টি
১৭। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
ক. স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়
খ. স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়
গ. ব্যঞ্জনবর্ণের আগে ব্যবহূত হলে
ঘ. ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে
১৮। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ. শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ. সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ. যুগ্ম বর্ণের ব্যবহারকে
১৯। স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. আ-কার খ. ই-কার গ. ঈ-কার ঘ. কার
২০। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক. ফলা খ. কার গ. রেখা ঘ. যুক্তবর্ণ
২১। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না, তাকে বলে—
ক. উষ্মধ্বনি খ. অল্পপ্রাণ ধ্বনি
গ. অন্তঃস্ত ধ্বনি ঘ. হসন্ত ধ্বনি
২২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়—
ক. কার খ. ফলা গ. মাত্রা ঘ. কষি
২৩। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক. পাঁচটি খ. আটটি গ. দশটি ঘ. আগারটি
২৪। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
ক. ঠোঁট খ. ফুসফুস গ. দাঁত ঘ. জিহ্বা
২৫। Phoneme অর্থ কী?
ক. ধ্বনিমূল খ. শব্দমূল
গ. বাক্যমূল ঘ. পদমূল
২৬। প-বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক. কণ্ঠধ্বনি খ. তালব্য ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি
২৭। এক অক্ষরবিশিষ্ট শব্দ সব সময়—
ক. হ্রস্ব হয় খ. দীর্ঘ হয়
গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনিতত্ত্ব
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা