বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সন্ধি
৫০। অ-ধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ, আ, উ-ধ্বনি থাকলে বিসর্গ ও অ-ধ্বনি মিলে ‘র’ হয়—এই নিয়মের আলোকে সঠিক সন্ধি বিচ্ছেদ হলো—
ক. পুনঃ + জন্ম = পুনর্জন্ম
খ. প্রাতঃ + রাশ = প্রাতরাশ
গ. অন্তর + গত = আন্তর্গত
ঘ. ভাঃ + কর= ভাস্কর
৫১। ‘অন্তর্গত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো—
ক. অন্তর + গত খ. আন্ত + গত
গ. অন্তঃ + গত ঘ. আন্তরঃ + গত
৫২। ‘মনোযোগ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনঃ + যোগ খ. মোন + যোগ
গ. মণ + যোগ ঘ. মোনঃ + যোগ
৫৩। ‘মনঃকষ্ট’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মনো + কষ্ট খ. মন + কষ্ট
গ. মনোঃ + কষ্ট ঘ. মনঃ + কষ্ট
৫৪। নিরাপদ’-এর সন্ধিবিচ্ছেদ—
ক. নির + আপদ খ. নিঃ + আপদ
গ. নিরা + পদ ঘ. নি + রাপদ
৫৫। ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. সমো + ধি খ. সম্ + ধি
গ. সন + ধি ঘ. সম + ধী
৫৬। ‘স্বেচ্ছা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সূ + ইচ্ছা খ. স্ব + ইচ্ছা
গ. স + এচ্ছা ঘ. স + উচ্ছা
৫৭। ‘পরীক্ষা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পরি + উক্ষা খ. পরি + ঈক্ষা
গ. পরি + ইক্ষা ঘ. পরি + ক্ষা
৫৮। ‘নদ্যম্বু’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নদী + অম্বু খ. নদি + অম্ব
গ. নদী + আম্ভু ঘ. নদী + উম্বু
৫৯। ‘গবেষণা’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গো + এষণা খ. গবে + এষেণা
গ. গবে + ওষাণা ঘ. গবেষ + ণা
৬০। ‘মস্যাধার’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মসি+আধার খ. মর্ত্স + আধার
গ. মসী + আধার ঘ. মসি অধার
৬১। ‘তম্বী’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. তন + নি খ. তন্ + ঈ
গ. তন্ + নী ঘ. তন + ই
৬২। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. আগমন খ. স্বাগত
গ. অধার ঘ. গবেষণা
৬৩। ‘সর্ব+এব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সবদা খ. সবৃত্র গ. সদেব ঘ. সর্বৈব
৬৪। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কারভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ই বা ঈ কী হয়?
ক. ভ খ. য গ. ং ঘ. এ
৬৫। ত কিংবা থ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ স্থানে কী হয়?
ক. শ খ. ষ গ. স ঘ. ছ
৬৬। বিসর্গ (ঃ) অন্য ধ্বনি সঙ্গে যুক্ত হলে ক্ষেত্রবিশেষে কয় প্রকার রূপ পায়?
ক. তিন খ. চার গ. ছয় ঘ. সাত
৬৭। বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনির পরে স্বরধ্বনি থাকলে প্রথম ধ্বনিটি বর্গের কোন ধ্বনিতে পরিণত হয়?
ক. প্রথম ধ্বনি খ. দ্বিতীয় ধ্বনি
গ. তৃতীয় ধ্বনি ঘ. চতুর্থ ধ্বনি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সন্ধি
৫০. খ ৫১. গ ৫২. ক ৫৩. ঘ ৫৪. খ ৫৫. খ ৫৬. খ ৫৭. খ ৫৮. ক ৫৯. ক ৬০. গ ৬১. খ ৬২. খ ৬৩. ঘ ৬৪. খ ৬৫. গ ৬৬. খ ৬৭. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা