বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শব্দ, পদ, শব্দ গঠন
১৩। পুরুষ কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৪। শ্রোতা পুরুষ কোনটি?
ক. আমি খ. তুমি গ. সে ঘ. তারা
১৫। ‘ইচ্ছুক’ শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
ক. -অক খ. -ইক
গ. -উক ঘ. -আক
১৬। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ খ. আহার
গ. বিকল ঘ. হাতল
১৭। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
ক. যতি খ. কারক
গ. বিভক্তি ঘ. প্রকৃতি
১৮। ক্রিয়াপ্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. কৃত্ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয়
গ. স্ত্রী প্রত্যয় ঘ. বচন প্রত্যয়
১৯। কৃত্ প্রত্যয়যোগে গঠিত শব্দকে বলে—
ক. প্রত্যয় খ. প্রকৃতি
গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. কৃদন্ত শব্দ
২০। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির শব্দকে বলে—
ক. কৃদন্ত শব্দ
খ. রূঢ় শব্দ
গ. তদ্ধিতান্ত শব্দ
ঘ. যৌগিক শব্দ
২১। ‘পঞ্চনদ’ কোন ধরনের শব্দ?
ক. অব্যয়ীভাব সমাস
খ. দ্বিগু সমাস গ. দ্বন্দ্ব সমাস
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
২২। ‘বালকেরা’ শব্দটি গঠিত হয়েছে—
ক. বিভক্তিযোগে খ. প্রত্যয়যোগে
গ. উপসর্গযোগে ঘ. সন্ধির সাহায্যে
২৩। ‘কলমটি’ শব্দটি গঠিত হয়েছে—
ক. দ্বিরুক্তির সাহায্যে
খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে
গ. প্রত্যয়যোগে
ঘ. উপসর্গযোগে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর
শব্দ, পদ, শব্দ গঠন
১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক ২৩. খ
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা