২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রার্থনা

প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘প্রার্থনা’ কবিতা। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।

১. ‘অনন্ত’ শব্দের অর্থ কী?

ক. অশেষ খ. শেষ গ. সীমা ঘ. উদার

উত্তর: ক. অশেষ

২. ‘যাচি’ শব্দের অর্থ কী?

ক. যন্ত্রণা খ. যাচ্ছি গ. প্রার্থনা ঘ. মঙ্গল

উত্তর: গ. প্রার্থনা

৩. ‘পন্থা’ শব্দের অর্থ কী?

ক. পাথর খ. পথ গ. পরিজন ঘ. প্রথম

উত্তর: খ. পথ

৪. ‘পুণ্য’ শব্দের অর্থ কী?

ক. ভালো কাজ খ. নতুন জীবন

গ. সত্য কথা ঘ. মিথ্যা কথা

উত্তর: ক. ভালো কাজ

৫. ‘পরিতাপ’ শব্দের অর্থ কী?

ক. পৃথিবী খ. শ্রেষ্ঠ গ. সীমাহীন ঘ. দুঃখ

উত্তর: ঘ. দুঃখ

৬. সৃষ্টিকর্তাকে ‘বিচার দিনের স্বামী’ বলা হয়েছে কেন?

ক. তিনি আইন জানেন বলে 

খ. তিনি সবাইকে ভালোবাসেন বলে 

গ. তিনি পাপ-পুণ্যের বিচার করেন বলে 

ঘ. তিনি বিচার করতে পারেন বলে

উত্তর: গ. তিনি পাপ-পুণ্যের বিচার করেন বলে

৭. আমরা সৃষ্টিকর্তার গুণগান করি কেন?

ক. তিনি আমাদের ভালোবাসেন বলে

খ. তিনি অসীম বলে

গ. তিনি অনন্ত বলে

ঘ. তাঁকে দেখা যায় না বলে

উত্তর: ক. তিনি আমাদের ভালোবাসেন বলে

৮. আমরা সৃষ্টিকর্তার চরণে লুটিয়ে পড়ি কেন?

ক. সুন্দর জীবন পাওয়ার জন্য

খ. আকাশ দেখার জন্য

গ. সমুদ্র দেখার জন্য

ঘ. বিশ্বজগত্ দেখার জন্য

উত্তর: ক. সুন্দর জীবন পাওয়ার জন্য

৯. ‘অনন্ত’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. চিরস্থায়ী খ. অস্থায়ী গ. সাময়িক ঘ. দূর

উত্তর: ক. চিরস্থায়ী

১০. ‘অন্তর্যামী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. সৃষ্টিকর্তা খ. বন্ধু গ. স্বামী ঘ. সূর্য

উত্তর: ক. সৃষ্টিকর্তা

১১. ‘চরণ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. হাত খ. মন গ. পা ঘ. জীবন

উত্তর: গ. পা

১২. ‘পুণ্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. পাপ খ. পুরোনো গ. নতুন ঘ. পবিত্র

উত্তর: ঘ. পবিত্র

প্রশ্ন: আমাদের জীবনের চলার পথ কেমন হওয়া উচিত?

উত্তর: সৃষ্টিকর্তা আমাদের জন্য যে পথ নির্ধারণ করে দিয়েছেন, সেই পথই আমাদের জীবনের চলার পথ হওয়া উচিত।

সরল, সঠিক ও পুণ্যের পথে আমরা চলতে চাই। যে পথ আমাদের মানুষের মতো মানুষ করে তুলবে, যেখানে ভুল নেই, খারাপ নেই ও অভিশাপ নেই, সেটিই আমাদের জীবনের চলার পথ হওয়া উচিত।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা