
অধ্যায় ৪
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রভা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করল। অপর দিকে মিতা ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে। নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করল কিন্তু মিতা ও তার বন্ধুরা নিবন্ধনের অনুমতি পেয়েও কাজ শুরু করতে পারল না।
১৪. প্রভাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. সমবায় সংগঠন
১৫. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ—
i. এটি পাবলিক লি. কোম্পানি
ii. এটি প্রাইভেট লি. কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চায়। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. চুক্তি খ. বিবরণী পত্র
গ. উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র
১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?
ক. পচনশীল পণ্যের ব্যবসায়
খ. রাসায়নিক পণ্যের ব্যবসায়
গ. ক্ষুদ্র কুটিরশিল্প
ঘ. মনোহারি দোকান
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. খ