এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে

ভূগোল ও পরিবেশ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৮

২১. প্রাচীনকালে মানুষ পুঞ্জিভূত বসতি স্থাপন করেছিল কেন?

ক. কৃষিকাজের জন্য

খ. প্রতিরক্ষার সুবিধার জন্য

গ. চাকরির জন্য

ঘ. ব্যবসায়ের জন্য

২২. ফ্রান্সের প্যারিস বিখ্যাত কেন?

ক. চলচ্চিত্রের জন্য

খ. খেলাধুলার জন্য

গ. যানবাহনের জন্য

ঘ. চিত্রকলার জন্য

২৩. গ্রামের মানুষ স্বভাবত কোন ধরনের?

ক. উদারপন্থী খ. রক্ষণশীল

গ. স্বাধীনচেতা ঘ. কলহপ্রিয়

২৪. গ্রামীণ জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করে কোনটি?

ক. অট্টালিকা খ. উন্নত শিক্ষা

গ. উন্নত চিকিৎসা ঘ. জেলেপাড়া

২৫. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি
যে ধরনের—

i. দোচালা

ii চৌচালা

iii. বহুতল ভবন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. বাংলাদেশের যে অঞ্চলে জনবসতি কম?

i. নগরে

ii. মধুপুরে

iii. ভাওয়ালে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. প্রাচীনকালে মানুষ একত্রে বসবাস করত যে কারণে?

i. শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে

ii. বন্য জন্তুর হাত থেকে রক্ষা পেতে

iii. অর্থনৈতিক কর্মকান্ডের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. রৈখিক বসতি গড়ে উঠে যে স্থানগুলোতে—

i. নদীর প্রাকৃতিক বাঁধ

ii. খালের কিনারা

iii. সমতল ভূমি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. নগর সভ্যতার সূতিকাগার যেগুলো—

i. নীলনদের অববাহিকার মেমফিস

ii. হরপ্পা

iii. মহেঞ্জোদারো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. সজলের বসতিটি সরলরেখায় গড়ে উঠেছে। এটি কোন ধরনের বসতি?

ক. রৈখিক খ. গোষ্ঠীবদ্ধ

গ. বিচ্ছিন্ন ঘ. গ্রামীণ

৩১. রৈখিক বসতি কোন অঞ্চলের বসতি?

ক. বরিশাল অঞ্চলে

খ. সিলেটের ‌দক্ষিণাংশের

গ. রংপুর অঞ্চলের

ঘ. খুলনা অঞ্চলের

৩২. মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?

ক. পুঞ্জিভূত খ. বি‌ক্ষিপ্ত

গ. সংঘবদ্ধ ঘ. রৈখিক

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.খ ২২. ঘ ২৩.খ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১.খ ৩২.খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা