
এবারের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবে। বড় দুর্যোগের পরে এখন আবার আমাদের সন্তানেরা পরীক্ষায় বসবে। যদিও এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, তারপরও আবার যে মূল স্রোতোধারায় ফিরে আসছি, সেটাই বড় বিষয়।
একটা দুঃসময় পেরিয়ে এসে শিক্ষার্থীরা আবারও জীবনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, এ জন্য তাদের অভিনন্দন। এই পরীক্ষার মধ্য দিয়ে তারা ভবিষ্যৎ জীবন নির্ধারণ করবে, তাই তাদের জন্য শুভকামনা রইল।
যে কয়টি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, সেগুলো ভালো করে রিভিশন দেবে। সময়সূচি আর পরীক্ষাবিষয়ক দরকারি নির্দেশনাগুলো পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবে। রচনামূলক ও বহুনির্বাচনি অংশে বিশেষভাবে জোর দেবে।
এখন নিয়ম মেনে আবার শিক্ষার্থীরা পাঠে ফিরে এসেছে, অনুশীলন করেছে, পড়াশোনা করেছে এবং পরীক্ষা দেবে। কেবল একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্রেক্ষাপটে এ পরীক্ষা হচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন আবার আগের গতিধারায় সম্পৃক্ত হবে—এটাই প্রত্যাশা