সপ্তম শ্রেণির পড়াশোনা

সপ্তম শ্রেণি – বাংলা ১ম পত্র | পাখি : বহুনির্বাচনি প্রশ্ন

পাখি

২২. ‘বেঁচে উঠেছিল এই যথেষ্ট’ উক্তিটি কারা করেছিল?

ক. মাসিরা খ. ভাইবোনেরা

গ. প্রতিবেশীরা ঘ. বাবা-মা

২৩. লাটু ছেলেটা কেমন?

ক. চঞ্চল খ. পড়ুয়া

গ. হিংসুটে ঘ. মজার

২৪. কে কুমুকে পড়াবে?

ক. দিম্মার ভাই

খ. কুমুর মামা

গ. লাটুর বাড়ির মাস্টার

ঘ. স্কুলের শিক্ষক

২৫. মস্ত জানালার ধারে কোথায় বসে কুমু দূরের বিল দেখল?

ক. বিছানায় খ. খাটের ওপর

গ. আরাম চেয়ারে ঘ. দোলনায়

২৬. বুনো হাঁসেরা কোথা থেকে এসেছে?

ক. উত্তরের বিল পেরিয়ে

খ. উত্তরের ঠান্ডা দেশ থেকে

গ. উত্তরের বিল থেকে

ঘ. পূর্বের ঠান্ডা দেশ থেকে

২৭. বুনো হাঁসেরা কোথা থেকে এসেছে?

ক. দক্ষিণে খ. উত্তরে

গ. পশ্চিমে ঘ. পূর্বে

২৮. লাটু হাতের ফলটি কোথায় রেখেছিল?

ক. দিম্মার কাছে খ. কুমুর চেয়ারে

গ. কুমুর টেবিলে ঘ. কুমুর খাটে

২৯. আহত পাখিটার জন্য লাটু গাছের ডালে কী বেঁধে দেয়?

ক. মাচা খ. জাল

গ. খাঁচা ঘ. ঝুড়ি

৩০. লাটু পাখিটার ডানায় কী লাগিয়ে দেয়?

ক. সাদা মলম খ. আকন্দ পাতা

গ. হলদে মলম ঘ. চুন হলুদ

৩১. কুমু বালিশের তলা থেকে কী বের করল?

ক. বিস্কুটের বাক্স খ. বই

গ. টাকা ঘ. খেলনা

সঠিক উত্তর

পাখি: ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.ঘ ২৯.ঘ ৩০.গ ৩১.ক

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা