Thank you for trying Sticky AMP!!

হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৪. অংশীদারি ব্যবসায়ে পাল্টা নিশ্চয়তা প্রদান করার প্রধান লক্ষ্য কী?

ক. প্রতিযোগিতায় টিকে থাকা

খ. নিশ্চিত মুনাফা অর্জন

গ. অধিক মুনাফা অর্জন

ঘ. দক্ষতা বৃদ্ধি

২৫. চলতি বছরের সমন্বিত ক্ষতির অংশ বণ্টন দেখিয়ে কোন হিসাব বন্ধ করতে হয়?

ক. সমন্বিত মূলধন হিসাব

খ. সমন্বিত লাভ–লোকসান আবণ্টন হিসাব

গ. সমন্বিত লাভ–লোকসান হিসাব

ঘ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

২৬. বিপরীত কার্যক্রমের মাধ্যমে সমাপনী মূলধনকে বাড়িয়ে বা কমিয়ে কী পাওয়া যায়?

ক. সমন্বিত মূলধন

খ. সমন্বিত সমাপনী মূলধন

গ. চলতি মূলধন

ঘ. প্রারম্ভিক মূলধন

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৪. গ ২৫. গ ২৬. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল