ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনলাইনে ইটিসি, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল ইত্যাদি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
# দরকারি কার্যক্রমের সময় বৃদ্ধি —
৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।
১. প্রতি বিষয় পরিবর্তন—২০০ টাকা,
২. বিভাগ বা গ্রুপ পরিবর্তন—৮০০ টাকা,
৩. অনলাইন ইটিসি/বোর্ড পরিবর্তন—৭০০ টাকা,
৪. ভর্তি বাতিল —৬০০ টাকা,
৫. শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল—কোনো ফি লাগবে না।
# জেনে রেখো: অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd