Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, স্নাতকে সিজিপিএ ২.৫ হলে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। নিজ খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে জুলাই-ডিসেম্বর ২০২৩ সেমিস্টারে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তির ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র ও ১ হাজার ৫০০ টাকা ফিসহ ৮ জুনের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও চারুকলার ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার

আবেদনের যোগ্যতা

দুই বছর মেয়াদি এ কোর্সে ভর্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ–২ দশমিক ৫–এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Also Read: ইউনিসেফে ফেলোশিপের সুযোগ, মাসে ৩৫০০ ডলারের সঙ্গে মিলবে অন্য সুযোগ

পরীক্ষা কবে

১০ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে এ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।