চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভিএএসইউ) বিদেশি শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ৮ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
বিদেশি শিক্ষার্থীরা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিতে ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’, ‘বিএসসি (সম্মান) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ ও ‘বিএসসি (সম্মান) ইন ফিশারিজ’-এ পড়তে পারবেন।
প্রার্থীকে ২০১৮/২০১৯/২০২০ সালে এসএসসি বা সমমান এবং ২০২১/২০২২ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে জিপিএ-১০-এর মধ্যে ন্যূনতম ৮.৫ অথবা এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে জিপিএ-৮-এর মধ্যে ৬.৮ পেতে হবে। কিন্তু কোনো পরীক্ষায় জিপিএ-৫ স্কেলে ৪-এর কম বা জিপিএ-৪ স্কেলে ৩.২-এর কম গ্রহণযোগ্য নয়।
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত (এসএসসি বা সমমানের পরীক্ষায় সাধারণ গণিত) ও জীববিজ্ঞান থাকতে হবে।
জিসিই উত্তীর্ণ ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের ‘ও’ লেভেল পরীক্ষায় ন্যূনতম পাঁচ বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রতি বিষয়ে জিপিএ ন্যূনতম ৪ ও উভয় পরীক্ষায় একত্রে জিপিএ-৮.৫ থাকতে হবে। এ ক্ষেত্রে জিপিএ-৫ কে ‘এ’ এবং জিপিএ-৪ কে ‘বি’ গ্রেড হিসাব করা হবে।
প্রার্থিতা বাছাই: ৯ ও ১০ আগস্ট
ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ১ জানুয়ারি ২০২৪।
মোট আসন, বিদেশি শিক্ষার্থীদের ফিসহ ভর্তির অন্যান্য তথ্য জানতে ক্লিক করুন।