Thank you for trying Sticky AMP!!

কোনো শিক্ষার্থীর ফলে পরিবর্তন হয়নি, রয়েছে সরাসরি উত্তরপত্র দেখার সুযোগ

ফাইল ছবি

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে কোনো শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসেনি। এবার চাইলে উত্তরপত্র সরাসরি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

আজ শনিবার দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাছিম আখতার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুই হাজার টাকা আবেদন ফি পরিশোধ করে এই পুনর্নিরীক্ষণের আবেদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কারও ফলাফল পরিবর্তিত হলে সম্পূর্ণ টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন বিজ্ঞান বিভাগের এ ইউনিট থেকে ৬৮৬ জন, মানবিক বিভাগের বি ইউনিট থেকে ২৪৫ জন এবং বাণিজ্য বিভাগের সি ইউনিট থেকে ২৩২ জন। মোট ১ হাজার ১৬৩ জন।

উপাচার্য নাছিম আখতার বলেন, ‘আবেদনকারী শিক্ষার্থীদের ফল কম্পিউটারাইজড পদ্ধতিতে যাচাই–বাছাই করার পর আমরা ম্যানুয়ালিও যাচাই করে দেখি, এতে কোনো সমস্যা হচ্ছে কি না। কয়েকটি নমুনা উত্তরপত্র যাচাই করে দেখা যায়, ফলাফল একই আছে। আমরা নিশ্চিত, শতভাগ সঠিক ফল পেয়েছে সব শিক্ষার্থী।’

উপাচার্য বলেন, ‘এরপরও যদি আবেদনকারী কোনো শিক্ষার্থী তাঁর উত্তরপত্র দেখতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে আমরা তা দেখারও সুযোগ দেব।’