বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীদের প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’

জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস, বিচারকদের প্রথম সভা অনুষ্ঠিত

দেশের ভৌত কাঠামো বিনির্মাণে আরও বেশি সচেতন ও পেশাদারি মনোভাব গড়ে তুলতে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’। প্রতিযোগিতায় বিচারকদের প্রথম সভা গতকাল শনিবার বিকেলে (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হয়েছে।

ইন-জিনিয়াস প্রতিযোগিতার প্রধান বিচারক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক খান মাহমুদ আমানতের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান, অধ্যাপক তানভীর মঞ্জুর, অধ্যাপক শামীম আহমেদ, সহকারী অধ্যাপক সুমাইয়া আফরোজ, আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান শারমিন রেজা চৌধুরী, সহযোগী অধ্যাপক ফাতেমা-তুজ-জহুরা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাইনের ডিন আবু সাঈদ এম আহমেদ, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নেহরীন মাজেদ, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মুহা. নওরোজ ফাতেমী, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রভাষক মো. নাজমুল আলম, গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, দ্য সয়েল অ্যান্ড স্ট্রাকচারের স্ট্রাকচারাল কনসালট্যান্ট প্রকৌশলী মাহবুব মোরশেদ, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, সহকারী ব্যবস্থাপক মো. বায়েজিদ ভূঁইয়া, ইন–জিনিয়াস আয়োজনের সমন্বয়ক আশরাফুল আল শাকুর, মো. নূরুজ্জামান নাদিম ও মোহায়মেনুল ইসলাম।

‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতায় বিচারকদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে

বিচারকদের এ সভায় চলতি বছরের ইন-জিনিয়াস প্রতিযোগিতার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও চূড়ান্ত করা হয়। জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) পুরকৌশল বিভাগ এই আয়োজনের একাডেমিক কার্যক্রম সমন্বয় করছে।

বিচারকদের সভায় চলতি বছরের ইন-জিনিয়াস প্রতিযোগিতার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও চূড়ান্ত করা হয়

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষে এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটে লগইন করে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। এ ছাড়া এই ওয়েবসাইটে আয়োজনের বিস্তারিত নিয়ম জানা যাবে। প্রতিযোগিতার নিবন্ধন চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।