Thank you for trying Sticky AMP!!

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ২৩ ফেব্রুয়ারি

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আগামী ১০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ১০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড।

রেজিস্ট্রেশন কার্ড বিতরণের বিজ্ঞপ্তি ও তথ্য ছকটি দেখুন।